টুকরো স্মৃতি - প্রথম আলো
(আহসান হাবীব, কার্টুনিস্ট; প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ছোট ভাই)

(আহসান হাবীব, কার্টুনিস্ট; প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ছোট ভাই)
মুহম্মদ জাফর ইকবাল, মা আয়েশা ফয়েজ, হুমায়ূন আহমেদ ও আহসান হাবীব, ২০১২ ছবি: নাসির আলী মামুন
‘স্মৃতি সে বেদনারই হোক বা সুখেরই হোক, তা সব সময় বেদনার...’ কথাটা হুমাযূন আহমেদের কোনো একটা উপন্যাসের লাইন। কথাটা এখন সত্যি হয়ে উঠেছে। বড় ভাই হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক সুন্দর স্মৃতি আছে আমাদের সব ভাইবোনের। তার সবই এখন বেদনার স্মৃতির...।
সে আমার বাবা সম্পর্কে বলত, আমার বাবা নাকি স্টেইনবেকের উপন্যাস থেকে উঠে আসা এক রহস্যময় চরিত্র। আমার কাছে মনে হয়, সে নিজেই যেন স্টেইনবেকের উপন্যাসের এক অনিবার্য চরিত্র। তার সঙ্গে আমার বাল্যের অনেক স্মৃতি...কোনটা ছেড়ে কোনটা লিখব? তার জন্মদিনে একটা স্মৃতি বরং পাঠকদের সঙ্গে শেয়ার করি। বিস্তারিত প্রথম আলো
সে আমার বাবা সম্পর্কে বলত, আমার বাবা নাকি স্টেইনবেকের উপন্যাস থেকে উঠে আসা এক রহস্যময় চরিত্র। আমার কাছে মনে হয়, সে নিজেই যেন স্টেইনবেকের উপন্যাসের এক অনিবার্য চরিত্র। তার সঙ্গে আমার বাল্যের অনেক স্মৃতি...কোনটা ছেড়ে কোনটা লিখব? তার জন্মদিনে একটা স্মৃতি বরং পাঠকদের সঙ্গে শেয়ার করি। বিস্তারিত প্রথম আলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন